বিদ্যানিকেতনের তিন তলা বিশিষ্ট মূল একাডেমিক ভবনটি ১৯৯৭-৯৮ অর্থবছরে ফ্যাসেলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক নির্মিত হয়। একতলা অপর একটি একাডেমিক ভবন ১৯৯৪-৯৫ অর্থবছরে ফ্যাসেলিটিজ ডিপার্টমেন্ট কর্তৃক নির্মিত হয়। ২০২১-২২ অর্থবছরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক চারতলা ভীত বিশিষ্ট একটি একাডেমিক ভবনের একতলা নির্মিত হয়। বিদ্যানিকেতনে দ্বিতল প্রশাসনিক ভবনটি নিজস্ব অর্থায়নে ২০১৩ – ১৪ অর্থ বছরে নির্মিত হয়। এছাড়া ২০১৮ ইং সালে বিদ্যানিকতে একটি শহিদ মিনার নির্মিত হয়।