সভাপতির বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার মাধ্যমে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে দেশকে উন্নত বিশ্বের সমকক্ষ করে তোলাই আমাদের জাতীয় লক্ষ্য। অত্র এলাকাবাসী কয়েকজন উদ্যমী সমাজ সেবক ও শিক্ষাবান্ধব ব্যক্তি ১৯৬৮ খ্রিস্টাব্দে জাতীয় এই লক্ষ্যকে সামনে রেখে এতদঞ্চলের নারীদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য সরিষাদি বালিকা বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন। সেই থেকে অদ্যাবধি অত্র বিদ্যানিকেতন প্রতিনিয়ত নিজের সাফল্যকে ছাড়িয়ে যাচ্ছে।
লেখাপড়ায় ভালো ফলাফলের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা, স্কাউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য ফলাফল অর্জন করে আসছে।
সরিষাদি বালিকা বিদ্যানিকেতনের কার্যক্রমকে আরো যুগোপযোগী করার লক্ষ্যে বিদ্যানিকেতনের নিজস্ব ওয়েব সাইট খোলা হয়েছে। বিদ্যানিকেতনের যাবতীয় হালনাগাদ তথ্য উক্ত ওয়েব সাইট থেকে সংশ্লিষ্ট সকলেই সংগ্রহ করতে পারবেন। এতে ম্যানেজিং কমিটি, অভিভাবক ও শিক্ষকের মধ্যকার যোগাযোগ আরো নিবিড় হবে।
আমি সরিষাদি বালিকা বিদ্যানিকেতনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সভাপতি
সরিষাদি বালিকা বিদ্যানিকেতন