প্রধান শিক্ষকের বাণী

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। নিজেদের নাগরিকের যথাযথ শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশও এক্ষেত্রে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী সরিষাদি বালিকা বিদ্যানিকেতন জাতির এ লক্ষ্য বাস্তবায়নে ১৯৬৮ খ্রিষ্টাব্দ থেকে অদ্যাবধি নিষ্ঠাবান এক অংশীদার।
সরিষাদি বালিকা বিদ্যানিকেতন নৈতিক গুণাবলী সম্পন্ন আদর্শ ও যোগ্য মানব সম্পদ তৈরিকে মূল লক্ষ্য ধরে অগ্রসরমান। চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদেরকে দাপটের সাথে খাপ খাইয়ে নেয়ারমত যোগ্যতা অর্জন এবং নিজেকে যোগ্য একজন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠান তার শিক্ষার্থীদের প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সংস্কৃতিক প্রতিযোগিতা, স্কাউটিং ইত্যাদি ক্ষেত্রেও অত্র বিদ্যানিকেতন অনন্য সাফল্যের নজির গড়ে চলেছে।
এলাকাবাসী, বিগত ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে সরিষাদি বালিকা বিদ্যানিকেতন তার সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই বিদ্যানিকেতনের সাথে সংশ্লিষ্ট যাঁরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহান রবের নিকট তাঁদের আত্মার মাগফিতার কামনা করছি।
ভবিষ্যতে এই বিদ্যানিকতন থেকে পৃথিবী বিখ্যাত মনীষী বের হবে এই প্রত্যাশা করি।

আনোয়ার হোসেন
প্রধান শিক্ষক
সরিষাদি বালিকা বিদ্যানিকেতন