প্রতিষ্ঠানের ইতিহাস

অত্র বালিকা বিদ্যানিকেতনটি ফেনী সদর উপজেলার ১নং শর্শদি ইউনিয়নের প্রান কেন্দ্রে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত একটি পৃথক নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিগত চারযুগেরও অধিক সময় গ্রামীণ এলাকার অবহেলিত নারীদের উচ্চতর শিক্ষার ভীত রচনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিদ্যানিকেতনটি ১৯৬৮ইং সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্নে যাদের অবদান স্মরণীয় তাদের মধ্যে মরহুম হাবিব উল্ল্যাহ চৌধুরী, মরহুম মৌলভী আবদুল আওয়াল, প্রখ্যাত সাংবাদিক মরহুম গিয়াস কামাল চৌধুরী, মরহুম সফিক উল্ল্যাহ চৌধুরী, মরহুম ডা. দলিলুর রহমান মরহুম ডা. সিরাজ উদ্দিন ভূঞাঁ , মরহুম আবদুল ছোবহান , মরহুম আবদুল গোফরান শাহ, মরহুম মূলকুতের রহমান খোন্দকার এবং জনাব জিয়া উদ্দিন চৌধুরী প্রমূখ অন্যতম। অত্র প্রতিষ্ঠান ১৯৭৪ইং সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয়। ১৯৭৯/৮০ ইং সনে পূর্ণাঙ্গ মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক স্বীকৃতি লাভ করে । স্বীকৃতি  লাভের পর থেকে এ প্রতিষ্ঠানের ছাত্রীরা জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে আসছে।

লেখাপড়ার পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা খেলাধুলা ও সহপাঠক্রমিক কার্যক্রমে  উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহন করে প্রতিবছর পুরষ্কার ও খ্যাতি অর্জন করে আসছে। বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে। যুগোপযোগী শিক্ষায় গুরুত্বারোপ করে ছাত্রীদের কম্পিউটার ও মাল্টিমিডিয়া ক্লাসের উপর জোর দেয়া হয়।